উন্নতির শিখরে তোমরা চড়ো
আমায় কেটে হচ্ছো বড়ো!
উড়বে না আর উন্নতর ধ্বজা
বাড়ছে শুধুই পাপের বোঝা।
দিচ্ছি ছায়া, দিচ্ছি বাতাস,
নিচ্ছো কেটে, করছো হতাশ।
আমি না থাকলে আসবে মরণ
করো না আমার জীবন হরণ।
তোমরা ছড়াও কার্বনের দূষণ
আমি করি বিষ বাষ্প শোষণ।
তোমরা আর বুঝবে কবে
একদিন তোমরা নীরব হবে।
সহযোগিতার হাত বাড়িয়ে দাও
দুজনে দুজনার সাহায্য নাও।
মানুষ তোমরা অতি উন্নত প্রাণী
রক্ষা করো মোর সবুজ বনানী ।।