অপরূপা নই তো মোটেই
দেখতে মোটামুটি
কারসাজিতে ছবির মাঝে
পদ্ম হয়ে ফুটি।
গায়ের রং মিশ কালো নয়
শ্যামলা বলা চলে
দুধ সাদারা এক কথাতে
হয়তো কালো বলে।
নই লিলিপুট, তবুওতো
উচ্চতাতে খাটো
কেউবা বলে বেঁটে আবার
কেউবা বলে ছোটো।
বড্ড রোগা নই তবুও
মেদ ছাড়া আর কই?
বলতে পরো মাঝারি গড়ন
খুব মোটাও নই।
নয়তো মুখ বাটার মত
বেশ কিছুটা গোল
কেউবা বলে পানের মত
একটু পড়ে টোল।
ঠোঁট গোলাপের পাপড়ি তো নয়
করবো বলো কি?
তাই সাজাতে লাল, গোলাপি
রং লাগিয়ে নিই।
নয় তো কালো কুচকুচে চুল
দোলেনা হাঁটুর নিচে
হয় না বড় খোপা তাতে
হাওয়ায় উড়ে নাচে।
নয়তো ভ্রু জোড়া ধনুক
দাঁত না হীরার খনি
বাঁশির মত নয়তো নাক
বাদামি চোখের মনি।
প্রাণটা খুলে হাসতে পারি
নইতো কৃপণ মোটে
নল গড়িয়ে যখন তখন
অশ্রু নদী ছোটে।
আবেগ ভরা মনের ঘর
স্বপ্ন চোখে আঁকা
আপন পরের ভেদ বুঝিনা
বলতে পারো বোকা।
ভাবতে পারো যা খুশি তাই
আমার মত আমি
নই রূপসী, কি যায় আসে
মনটা আমার দামি ।।