মাগো, অন্ধ স্নেহ তব দাও মুক্ত করি
রেখো না মায়ার বন্ধনে দ্বারে জাগ্রত প্রহরী।
জননী তব অঞ্চলে ঢাকি স্নেহ কারাগারে
রাখিলে বন্দি করে আপন সন্তানেরে?
আপন বাহুডোরে তারে মধুর পরশে
যেন করিয়া তারে লালনের রসে।
দশ মাস গর্ভ বাস পর জন্মদিলে যার
স্নেহ অঞ্চলে গ্রাসিয়া কি বাঁধিবে আবার?
এই সংসারে অনুসরণের পথে চলিব তব পিছু পিছু
সে কি মাগো, শুধু অংশ তব আর নহে কিছু?
সে যে নিজেরে বিলায় দেবে বিশ্বের জগৎ মাতার।
জননী গো, সন্তান যে নহে সম্পত্তি তোমার।
সুখে দুঃখে শততার কাজে পতনে উত্থানে
দশের জন্য করিতে দাও সেবা তব সন্তানে।
স্নেহার্থ মাত তব হৃদয় বন্ধন ডোরে
চির শিশু করে রেখো না বন্দী করে।
দেশ দেশান্তর দেশের লাগি করিতে প্রস্থান
খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান।
প্রাণ দিয়ে দুঃখ সয়ে আপন মুক্ত হস্তে
সংগ্রামের কাজে লড়তে দাও সততার পথে।
শত কোটি সন্তানের হে মুগ্ধ জননী
বাংলার ঘরে ঘরে যেন হয় শত শত বীরের জন্ম ওগো বঙ্গভূমি ।।