আমাদের এক আজব আইন
যেখানেই যাও, দাঁড়াও লাইন।
ট্রেন ঢুকছে, আমিও ঢুকছি, দেখি কাউন্টারে লম্বা লাইন
বিনা টিকিটেই উঠলাম চড়ে,
দিতে হলো মোটা ফাইন।।
এ এক আজব আইন
যেখানেই যাও দাঁড়াও লাইন।।
‘দাদা, আমার রুগী মরণাপন্ন, একটু তাড়াতাড়ি ভর্তি করে নিন’
‘আহা, তুমি কোন হরিদাস যে তোমার জন্য ভাঙব আইন?
‘চুপচাপ দাড়াও লাইন’।।
মন্দিরে পুজো দেবো,
দেখি লম্বা লাইন
পাশ কাটিয়ে ঢুকতে গেলাম,
দালাল চক্রের খপ্পর,
মোটা টাকার থাপ্পড়,
নইলেই কমিটি কাটবে ফাইন
ভগবানের সাথে দেখা করার
এটাই নাকি নতুন আইন।।
এ এক আজব আইন
যেখানেই যাও, দাঁড়াও লাইন
লাইনের এমনই মহিমা,
ভোটযুদ্ধে প্রার্থীরা যদি হয়ও চোর ও চরিত্রহীন
তবুও দেখি জনগণের ভোট দেওয়ার লম্বা লাইন
‘কাকে ভোট দিলে কাকা?’
‘আরে ভিতরে কয়েকজন ছিল, মুখ ঢাকা
তাঁদের হাতেই কাগজ, কীসব চিহ্ন আঁকা
ভোট দেওয়ার ব্যাপারটা ওঁরাই জানে
আমি অতো বুঝি না বাপু গণতন্ত্রের মানে’।।
প্রেমেও যদি একটু হয়েছো বেলাইন,
সঙ্গে সঙ্গে পরের প্রিয়জন
টোটাল ‘ইনভেস্টমেন্ট’ গেলো জলে,
সে অন্যজনের সাথে বাঁধলো মন।।
“Online” সেখানেও লম্বা লাইন,
আর যদি হয় চাকরির নোটিশ,
লাইনের নেইকো কোনো শেষ
আসলে ওটাই তো বেকারদের স্বপ্নপূরণের দেশ।।
তবে ওঁদের চাকরি?
‘গোঁফে তেল, কাঁঠাল গাছে’
হতভাগাগুলো কেনো যে ভুলে যায় প্রভাবশালীদেরও ছেলে-মেয়ে আছে।।
পাবলিককে পড়িয়ে টুপি
লাইনেও হয় কারচুপি
সবাই আমরা ফেঁসে আছি লাইনের জালে
V.I.P-দের অবশ্য স্পেশাল লাইন,
গান্ধীজির ছবির আড়ালে।।