এসেছি একা যাবও যে একা
তবুও আমরা কেমন বোকা!
ঘর বাঁধি আবার ভাঙিও ঘর
কেউ নয়তো আপন, সবাই পর।
মায়াজালে আঁটা ফন্দিফিকির
ভাঙি গড়ি তবুও আশার নীড়।
জানার পরেও বেকুব সবাই
সত্যি বলতো আমরা কি চাই।
সুখ, শান্তি, ধন, রত্ন, কী চাও?
ধরার বুকেই সব শুধু খুঁজে নাও।
জানো না আসলে কি যে চাও
তাই শুধু বলো আমায় দাও।
রেখো না কুন্ঠা ভয় মনে আর
ঈশ্বরের সন্তান বলো বারবার।
সান্ত্বনা দাও শুধু নিজের মনে
পাওয়ার ভান্ডার পূর্ণ প্রতিক্ষণে।
পারি না আমরা দুঃখ আসে তাই
কপালের দোষ বলে মরি যে ভাই।
জীবন একটাই আছে ভালো মন্দ
হাসিমুখে মেলাও সুর তাল ছন্দ।
ক্ষণিক সময় তাই অবহেলা নয়
জীবনটা কি উপভোগে কর জয়।
একা বোকা আছি সবই ভালো
গায়ে লাগিও না সমাজের কালো।।