খুশির দেশে বাস আমাদের
বাঁচতে হলে খুশি চাই,
জন্ম থেকে মৃত্যু অবধি
খুশির কোনো সীমা নাই।
খুশি তোমাকে’ই হতেই হবে
তবেই তুমি থেকে যাবে,
খুশি বিনা তুমি যেন
সব কাজেতে’ই বাধা পাবে।
যে খুশিতে কষ্ট তোমার
হাসবে, অন্য জন,
সেই খুশিতে’ই, বাঁচবে তুমি
দেবে জীবনযুদ্ধে মন।
স্কুলে ছেলে ভর্তি হবে
লাগবে ডোনেশন,
তবেই পড়ার সুযোগ, নয়তো
হবে’না সিলেকশন।
কিনবে জমি বাঁধবে বাসা
এটাই ছিল মনে,
এলাকার কালু খুশি হলে, তবেই
ঘর বাঁধবে এখানে।
তারা খুশি তাই,তুমিও খুশি
কোনো বাধা আসবেনা,
তারা যদি খুশি,না হয়
তোমার আশা ও মিটবে না।
ডোনেশন দিলে, সিংহাসন পাবে
যোগ্যতা নিপাত যাক,
নয়তো, তুমি থাকবে কেমন যেন
খেলার মাঠে দুধ ভাত।
মা খুশি, বৌ খুশি
খুশি, ছেলে মেয়ে,
আত্মীয়রা যেন বিমুখ না হয়
তোমায়, কিছু চেয়ে।
নয়তো তোমার, এই জনম বৃথা
জীব হয়েও, জড়ো,
খুশির দুনিয়ায়, এসেছো যখন
সবাইকেই, খুশি করো।
অফিসের বসকে করো, কাজে খুশি
কলিগ’দের সাথে আড্ডায় খুশি
রাস্তায় জ্যামে জঞ্জাটে খুশি,
লোনের বোঝা তবুও খুশি।
দেশে মূল্যবৃদ্ধি, তাতে খুশি
ইনকাম কমেছে তাতে খুশি,
পূজায় বোনাস হয়নি তাতেও খুশি
বাচ্চাটা অপুষ্টিতে ভুগছে তাতেও খুশি।
তাই খুশি নিয়ে বাঁচতে হবে
খুশির দুনিয়ায়,
বিনা আগুনে পুড়ছে মানুষ
মুখ দেখে কি বোঝা যায় ?