বুকের খাঁচায় অদৃশ্য মন
প্রয়োজনে প্রিয়জন,
সুখ ,দুঃখ, হাসি, কান্নায়,
একা চলার নামই জীবন!
মনের গভীরে, গভীর ক্ষত
ব্যঙ্গ বিদ্রুপ এ আঁচড়ে দেয়,
ক্ষত হতে রক্ত পরে, ব্যাথা লাগে,
সে ব্যথা কান্নায়! চোখে দেখার নয়!
ক্ষত কারো মনে, কারো শরীরে!
ক্ষত ভালোবাসার, ক্ষত বেদনার!
কিছু ক্ষত থাকে, দাগ মিলিয়ে গেলেও
তার যন্ত্রণা বয়ে আনে হাহাকার!
ক্ষত শরীরে, ক্ষত মনে
ক্ষত সম্পর্কে, ক্ষত সমাজে!
ক্ষত চিন্তায় চেতনায় ভাবনায়
বিবেক মনুষ্যত্বে উপশম খোঁজা!
ক্ষতের প্রলেপ হয়তো কেউ দেয়,
আঁচড়েও দেয় তীক্ষ্ণ সমালোচনায়,লজ্জায়!
যার ক্ষত তাঁরই ব্যথা, বোঝে তা কজন হায়!
কালের উপশম! সময় হয়তো ক্ষত সারায়…