সারাটা জীবন একটা দোকানে
কইরা গেলাম ধার
আমি এমন এক খরিদ্দার।
গায়ের গয়না যে কোন বায়না
কোন সখ মিটাইলাম না তার
আমি এমন এক খরিদ্দার।
শখ আহ্লাদ ধুলায় মিশায়ে
দেখালাম অজুহাত বারবার
আমি এমন এক খরিদ্দার।
অভাবের সংসারে সেও ইনকাম করে
টেনেটুনে চলে সংসার
আমি এমন এক খরিদ্দার।
ধারে ধারে আর হয়ে জেরবার
মাথায় ঋণের পাহাড়
আমি এমন এক খরিদ্দার।
চলে যাবো বলে যায় না তো ফেলে
বলে দেখি চালাও তুমি সংসার
আমি এমন এক খরিদ্দার।
তার কাছে ঋণী আমার জীবনে
যেন সমুদ্রের ওই পার
আমি এমন এক খরিদ্দার।
নিয়েছি শপথ নেই পালাবার পথ
শুধু অজুহাত বারবার
আমি এমন এক খরিদ্দার।
এ জীবন জুড়ে মিথ্যা প্রতিশ্রুতি
মিথ্যা স্বপ্নের পাহাড়
আমি এমন এক খরিদ্দার।
যতদিন বেঁচে রব ধরণীতে
এ ঋণ শোধ হবেনা আর
এমন এক খরিদ্দার।
মুখ বুজে চলে কিছু নাহি বলে
শুধু বলে আমি লাইফ পার্টনার
আমি এমন এক খরিদ্দার।।