বনের পাখি বনের পাখি
আমায় তুই সঙ্গে নিবি
একটু আকাশ একটু বাতাস
প্রাণ ভরে নি একটুকু শ্বাস।
জগতটা আজ এমন কেন
আপন সব অচেনা যেন
প্রয়োজন সব ফুরিয়ে গেছে
আমায় আর কেও না খুঁজে।
সংসারে আজ খাঁচার পাখি
ঝগড়ুটে আর বোকা নাকি
ফড়ফড়ানি বৃথাই কেবল
রইলে বোবা ভালই বল।
পাহাড় তুমি শক্ত কত
যদিও বুকে অজস্র ক্ষত
সাগর যখন আছড়ে পড়ে
নুয়াও মাথা প্রেমের ভারে।
আঘাতে আঘাতে দুর্বল তুমি
লোনা জলে জ্বলো জানি
তবুও তোমার হাসি মুখ
ঢেউয়ের পরশে খুঁজেছো সুখ।
কেন তাহলে মানুষ গুলো
শুধুই পাহাড় ভাবছে বলো
কঠোরতার মাঝে কি নরম হৃদয়
খুঁজে না পায় তাদের নয়ন।
বরফ তুমি গলতে জানো
সাগর হয়ে বইতে পারো
মনের বরফ গলে গিয়ে
গঙ্গা যমুনা দাও বাহিয়ে।
মেঘ তুমি আজ বৃষ্টি বনো
আমার উপর অঝোর ঝরো
সাগর সাথে দাও মিলায়ে
হৃদয় জ্বালা দাও জুড়ায়ে।
শীতল ছায়ার বনানী যাব
সেথায় গেলে শান্তি পাব
শীতল পাটি ধুলোর পরে
ঘুমাই যেন মায়ের কোলে।।