মুক্তি পাবে কবে আমার থেকে?
শুনেই চোখে উপচে আমার হাসি।
আমার হাতে সবটা যদি হতো
দেহ ছেড়ে কবেই হতাম বাসি।
তোমার ভীষণ কপাল খারাপ জানো?
কুক্ষনে তাই আমার সাথে দেখা।
এ জন্মে আর একটু সহ্য করো
পর জন্ম পাক সৌভাগ্য রেখা।
বিদায় নেব আজ না হয় কাল
তখন তুমি করো না যেন শোক।
পুস্প বৃষ্টি নামুক তোমার প্রাতে
না হয় আমার হঠাৎ মরণ হোক।
মুখে আমার আগুন ছুঁয়ে এসে
না হয় তুমি হেসো পুষ্পের হাসি।
কথা দিলাম কোন জনমে আর
তোমার সামনে দাঁড়াবনা আসি।