অজানার পথে সজল নয়নে পাড়ি দিল কন্যাটি
পিছে ফেলে এলো জন্মের টান পরিচিত ভিটাটি।
নিয়মের জালে হাসিঠাট্টাতে প্রবেশিল লজ্জাবতী,
সবে কহে_ বলো, কী উতলাইল? উদগ্ৰীব সবে চাহি
দুধ উতলাইল,বলিলে নববধূ, হাসিয়া সবে গড়াগড়ি,লালপাড় শাড়ি, মুখে হাসিখানি,বলিলেন মামণি,ঠিক বলিয়াছে,যা সে দেখিয়াছে,নয় তো এটি মেকি,বাঁ_ডান পা নয় মানামানি,দুই পা-ই দরকারি,স্বচ্ছন্দে আয়, সগর্বে আয়,কন্যা বেশে ঘোমটা খুলি যেভাবে তুই ভালো থাকিবি সবে ভালো রাখিবি, সেভাবেই তুই নির্ভয়ে আপন পাখনা মেলিবি।
কাকভোরে উঠিয়া উপবাসে থাকিয়া কষ্ট না পাবি,
যেভাবে তুই বেড়ে উঠিলি আপন ডানাটি মেলি
সেভাবেই থাক সারাজীবন নিজ আদর্শের রশি টানি সারাজীবন খেলিবি খেলাঘরে তুই হবি কান্ডারি এখন না হয় হাসিয়া খেলিয়া স্বপ্নের পরী হলি। এখন না হয় প্রাণ জোয়ারে আপনি ভাসালি তরি এখন না হয় আসুক জীবন পুরাতন চাকা ঘুরি।
নতুন জোয়ারে ভাসুক না সবে আসুক না শান্তি
হিংসা দ্বেষ যাক না দূরে, হাসুক কপোত কপোতি।
উদার চিন্তা মুক্ত ভাবনায় ভাসুক ধরণী
বিশ্বের যত কন্যা আসলে সকলেই জননী ।।