শ্রাবণের ধারা আনিল বরষা
বাদলের কদম ফুলে
মঞ্জরী প্রসারিয়া মুগ্ধতা ছড়াইয়া
ফুলদল বাতাসে দুলে।
নব পল্লবে বর্ষা সমাগমে
কদম্ব ফুল সাজে
কৃষ্ণের বাঁশি হৃদয় উছালি
করুণ রাগেতে বাজে।
টিপটিপ বারি কৃষ্ণ মুরারি
অপেক্ষায় কদমের বনে
বেলা তড়িঘড়ি যায় যে চলি
রাধাও উতলা মনে।
যমুনার জল ছলক ছলক
নিরবধি বয়ে কলকল
সিক্ত বসনে ঘন নীপবনে
খেলে রাখালের দল।
শুকসারী বসে কদমের ডালে
বাঁধিছে সুখের বাসা
বর্ষার জলে কদমের ফুলে
জাগিছে নবীন আশা।
পুলকিত মনে কদম্বের বনে
প্রেমের কাহিনী রচিল
কৃষ্ণের নাম কদমের মান
সাথসাথ অমর রহিল।