রবি মানে সোনালী রোদ পূব আকাশে উঁকি ;
জীবন নদে প্রতিবিম্ব করে ঝিকি মিকি।
রবি মানে ‘‘জীবনস্মৃতি’’ স্মৃতি কোঠায় হানা,
ছোট্টো রবি একলা ঘরে বাইরে যাওয়া মানা।
রবি মানে কবিতা গান নাটক ছোটো গল্প
রাশি রাশি উপন্যাস যার.. সত্য কিছু কল্প।
রবি মানে দইওয়ালা… অমল যাকে ডাকে
পয়সা বিনা দই বেচে না– শোনায় রেগে তাকে ।
রবি মানে পড়াশুনো বসে গাছের তলায় ;
বাউল বাজায় একতারাটা শীতে পৌষ মেলায়।
রবি মানে আবির মাখা বসন্তে দোল খেলা ;
দিলে সাড়া মনের মানুষ ভাসাও প্রেমের ভেলা !
রবি মানে নোবেল প্রাইজ ‘গীতাঞ্জলি’র তরে ;
অবোধ কি এর মূল্য বোঝে, করলো চুরি তারে !
রবি মানে অথৈ সাগর মাপা বড়ই কঠিন
যেদিকে যাই–সীমা না পাই কূল কিনারা বিহীন।।

