যদি তুমি হাত বাড়াও ভালোবাসার সংজ্ঞা যায় না মুখে বলা পাশে বসা…
বসন্ত জুই চামেলীর মেলা প্রেমের সুগন্ধ।
যায় না মুখে বলা
ভালোবাসার সংজ্ঞা অনুভবে
তখনই বুঝতে হবে…
সকল আবেগ অনুভূতি পাশে থাকা
স্মৃতি আর স্বপ্ন দিয়ে মোড়া
হৃদয় যন্ত্রণা গুলো যায় মুছে ।
যদি তুমি হাত বাড়াও
প্রেম প্রণয় অনুভূতি
বুঝে নেওয়া আপন করে ।
সকাল সন্ধ্যা…
সকল যন্ত্রণা ভুলে আপন করে নেওয়া
গল্প নয় বাস্তব অনুপ্রেরণা।
যদি হাত বাড়াও
জীবনের অজস্র সংজ্ঞা
অক্ষরে অক্ষরে প্রকাশ পায়
ভালোবাসার আরেক নাম।
যায় না মুখে বলা অনুভবে বুঝে নিতে হয়
কিছু কিছু ভালোবাসা মরণ যন্ত্রণা
জানাবো তোমায়,
সময়ের ক্ষণে ক্ষণে অপেক্ষা
স্মৃতিগুলো হৃদয়ে আগলে রাখা
জীবনের সেই স্মৃতিগুলো আজ যেন
জুই চামেলীর মেলা ।