তুমি যদি বৃষ্টি হতে পারে,আমি আকাশ হবো!
বুকের খাঁচায় বাঁচবে কিছু মুহূর্ত, মুক্তির আস্বাদ।
বৃষ্টির বারিধারা হয়ে ঝরে পড়বে পৃথিবীর বুকে,
শস্য শ্যামলা হবে ধরণী, বীজ অঙ্কুরিত হয়ে বৃক্ষ, ফুল, ফলে সজ্জিত।
তুমি যদি হাসি হতে পারো, আমি কান্না হবো,
সুখ-দুঃখ আনন্দ বিরহে একসঙ্গে সহবাস।
জীবনের রঙ্গমঞ্চে কিছুটা মুহূর্ত কলাকুশলী,
সময়ের গণ্ডি, কালের নিয়ম পরিবর্তনশীল হায় !
যদি তুমি শরীর হতে পারো, আমি তোমার রক্তে মিশবো!
হৃদয় সাগরে মন্থন হয়ে ছড়িয়ে পড়বো সারা শরীরে।
হৃদস্পন্দনে শুনবে আমার অস্তিত্ব, স্নায়বিক।
আবার ফিরে ফিরে আসবো তোমার হৃদয়ে,
মুক্তির স্বাদ অক্সিজেনে মিশে।
যদি তুমি চক্ষু হতে পারো, আমি তোমার দৃষ্টি হবো!
তোমার চিন্তায় চেতনায় ভাবনায় মিশে পার্থক্য গড়বো।
মানুষ, সমাজ, সম্পর্ককে পরখ করব বারংবার,
মুখ ও মুখোশের পার্থক্যটা কি ভয়ানক, টের পাবে সময় হলেই।
তুমি যদি সঙ্গী হতে পারো আজীবন, অটুট হবে বন্ধন।
প্রেমের পরশ, অনুরাগের ছোঁয়ায়, ভালোবাসার অঙ্গন।
পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস আনুগত্যের নিদর্শন।
জীবন কোন কল্পনা নয়, বাস্তব পরিস্হিতির আমন্ত্রণ…