এই খোকা তুই বড্ড দেখি দুষ্টুমিতে ভরা
বলতো দেখি তুই আমাকে প্রশ্ন দিয়ে ছড়া?
বলতো দেখি মেঘের দেশে ওড়ে কেন পাখি?
বিকেল হলেই নিজের মনে দেখতে কেনো থাকি?
নদী কেন উপর থেকে নিচের পানে ধায়?
তোর খিদেতে সবার আগে ডাকে কেনো মায়?
চাঁদের দেশে কাজ নেই কি চরকা কাটা বুড়ির?
থালার মতো চাঁদে বসে খায় কি শুধুই মুড়ি?
ভাংচি কেটে খামচি কেটে লেংচে কেনো ব্যাঙ?
খেঁজুর গাছে উঠতে গেলে ভয়ে ভাঙে কেনো ঠ্যাঙ?
টুনটুনি টা বেগুন গাছেই কেনো বাঁধে বাসা?
বিল্লি বাবু রোজ কেনো খায় মাছ টি ভাতে খাসা?
পান বরজের নিপেন চাচা কেনো বাঁধে মাচায়?
পাখির বাসার থেকে কেনো ওদের পোরে খাঁচায়?
ভেল্কি কেনো দেখায় দেখো ভোকাট্টা ঐ ঘুড়ি?
মাছ কাটতে বসলে কেনো আড়াল করে খুড়ি?
মৌমাছিরা সকাল বিকেল বসে কেনো ফুলে?
বর্ষা ছাড়া কোন মাসেতে বৃষ্টি আসে ভুলে?
গাছের পাতা সবুজ ও নয় হলুদ ও কেনো হয়?
লাল জবা কেনো ভুল করে যে সাদায় ফুটে রয়?
পানকৌড়ি বকের ডানায় সন্ধ্যা কেনো নামে?
আকাশ জুড়ে রামধনু টা পোড়া কি নীল খামে?
ঋতুপতি বসন্ত আজ হয় যদি গো মিতা?
ক্যামেলিয়াদের দোসর কি আজ হবে
অপরাজিতা?
ঢাকের কাঠি পরলে কেনো উড়ো উড়ো মন?
তখন শুধু ই পরে মনে ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুরের হয় না বিসর্জন।।