বিচ্ছিন্নতা আর বিভাজনে আজ মানুষ বড্ড একা !
একলা যাপনে বাতাস হয়েছে ভারী
মন যেতে চায় সুদূরপুরে
দিতে চায় ভাব সাগরে পাড়ি ।
মনের চিলেকোঠায় বাঁশির ধ্বনি
মাতাল মনে জাগে শিহরণ !!
পেতে চায় আলোর আভাস —
অন্তরে চায় কৃষ্ণ প্রেমের ঐশী প্রকাশ ।
খুঁজে চলি অনিবার তোমার ঠিকানা —
কখনো খুঁজি পাতায় পাতায়
কখনো খুঁজি শিশির ছোঁয়ায় !!
গোলাপ অধরে খুঁজেছি তোমায়
খুঁজেছি সন্ধ্যায় প্রদীপ শিখায় ।
অনন্ত আকাশ স্বচ্ছ বাতাস
সময়ের সাথে দেয় দোলা!
স্পর্শ করো জীবনের প্রতিটি পাতায় চিদাকাশে তুমিই সেই জীবন ধ্রুবতারা ।।