মাথা নত করেছিল বারুদ
কলমের মন্ত্রে দীক্ষা
ভিজেছিলো কালি রক্তে
ক্ষতগুলোর প্রলেপে সেদিন কি ভীষণ শব্দের বিস্ফোরন ! বিরোধীরা ভীত সন্ত্রস্ত ;
নজরুল তুমি বিদ্রোহী বলেই কি
জাতের নামে যতো বজ্জাতি রুখে জালিয়াতি রুখে
আল্লা, কালী মাকে বেঁধে ফেলেছিলে ভক্তের মন্দিরে একই ভক্তির আসক্তে !
নির্বাক তুমি নীরব বিপ্লবী হতে শিখিয়েছিলে তোমার দৃষ্টিতে স্বনির্বাসনে বাঁচতে!
ফিরে এসো তুমি দুর্বার দুর্জয় পাহাড় ডিঙয়ে দুর্গম পথ পারাবারে আমাদেরই হাত ধরতে ।।