শিউরে ওঠার মতো বীভৎস কবিতা বলোনা পাঠ করতে —
যুদ্ধের দামামা বেজে গেছে
রক্তের হোলি খেলায় কিবা আসে যায়?
কাঁদো আরো কাঁদো —
ভোট যুদ্ধের দলিলে বারবার লেখা হয় নিজেদের মৃত্যু আশঙ্কা —
এতো নিজের শরীর নয়–
সরকারের সম্পত্তি
না চাইলেও লেখাতে হয় জীবন দানের দলিল।
লজ্জা পাবে না চোখ —
বধিরও হবে না জনগণ —
চিলেকোঠার ছাদ থেকে এক ছোট শিশুর কান্না —
মেরোনা আমার বাবাকে —
মা দৌড়ে এসো, বাবাকে টিভিতে দেখাচ্ছে —
কাঁদতে কাঁদতে চিৎকার করছে—
মেরো না আমার বা–বা–কে।
অবুঝ শিশু বোঝে না দায়িত্ব কি?
আমরা কেউ ফিরে আসিনি ভোট যুদ্ধ থেকে
ফিরে এসেছে বাতাসে লাশের গন্ধ।
ভ্রাম্যমান পৃথিবী পারেনি শেকল পরাতে
যুদ্ধের পায়ে।
জন কোলাহলে — মানব শূন্য ময়দান।
ইন্টারনেট যুগে মানুষ নামক যন্ত্র গুলো
পাথর হয়ে গেছে।
বারবার ঘষা খেয়েও ভয় পায় না আগুন কে।
ঐ ছোট্ট শিশু টি এখনো খবর পেল ? বাবা
আসলেই কোথায়???
এর উত্তর সকলের জানা, আবার সকলের অজানা।