ওরা অমানুষ দেখতে মানুষের মতো
ধর্ম নিয়ে বড়াই করে, পড়ে বোঝেও না ধর্মগ্রন্থ ।
ওরা মেতেছে হিংসায় কেড়েছে তাজা প্রাণ
মাটিতে লাল রক্তস্রোত ধর্মের জন্য বলিদান ?
নৃশংস হত্যালীলায় স্তব্ধ, সবাই তো নাগরিক
স্বাধীন দেশ তোমার আমার, তবে কেন পাশবিক !
ছদ্মবেশে কাপুরুষের দল মারলে কত মানুষ
ভূমির অংশ খন্ডিত করবে ? কবে ফিরবে হুঁশ!
জঙ্গীর মদতে ব্যবসা করে, মরে নির্দোষ অসহায়
হেরেও তো শিক্ষা হয়না নির্লজ্জতার নাও দায়?
সীমারেখা টানে দেশের গন্ডি, সুরক্ষা মানব জাতির
যুদ্ধ ডেকে আনে দু:খ ক্ষয়ক্ষতি সংকটে অর্থনীতি ।
যতই তোমার আঘাত কর আমরা দৃঢ়চেতা মজবুত
ভারতের ভূমি পুণ্য ভূমি কেড়ে নেবে সব সুখ?
নানা জাতি নানা ভাষা বেশ ভুষা ঐক্যের বন্ধন
ভাঙতে যে পারবে না কেউ যতই কর নিপীড়ন।
মানুষ আমরা অমানুষ তোমরা রক্ত বিভেদে,
ভূস্বর্গ মুকুটের পালক প্রতিকূলতায়ও উড়বে।
আমরা বিশ্বাসী মানবতায় তোমরা সন্ত্রাসে
যোগ্য জবাব ফিরে পাবেই সময় ঘনিয়েছে…

