শব্দেরা খোঁজে ভাষার আড়াল,
মনের গভীরে অনুভূতির আঁকিবুঁকি।
শব্দেরা শুধু মেলতে চায় ডানা,
মনের পিয়ন পাখি বলে ,ভালোবাসি ।।
হঠাৎ করেই মন দেওয়া নেওয়া ,
রোজনামচায় লেখা শব্দের বুনন।
আবেগ অনুভূতি মনে বাঁধে বাসা
তাল ছন্দ ভুলে গতি বাড়ায় হৃদস্পন্দন।।
বলা হয়নি অনেক কিছুই হয়েছে আড়াল,
চোখের ভাষা পড়া বা বোঝার চেষ্টায় ব্যর্থ ।
লড়াই গড়িয়েছে তুলেছে বিভেদের দেওয়াল,
ভুল ত্রুটি গুলো চোরাবালিতে হারিয়ে অস্পষ্ট।।
মন মস্তিষ্কের লড়াইয়ে বিজয়ী হওয়া কঠিন,
ভালোবেসে কাছে এসেও দূরে সরে বিলীন।
চেনা মানুষ অচেনা হয়ে হয়েছে জনৈক,
সম্পর্ক কফিনবন্দী হয়ে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য ।।