ঐ দূরের আকাশ তুমি
আমি সন্ধ্যার সাঁঝবাতি,
তুমি উজ্জ্বল তারাখচিত
আমার একাকীত্বের রাতি।
তুমি নিয়ম ভাঙার হোতা
আমি নিয়মে বন্দী প্রাণ,
তবু তোমায় ঘিরে বাঁচার
সাধে মন করে আনচান।
তুমি কঠোর বাস্তববাদী
আমার ভাবের ঘরে ঠাঁই,
তোমার প্রখর রুদ্ররূপে
আমি দিশাহীন, কুল নাই।
তুমি যুক্তি পথের পথিক
আমার আবেগ বানভাসী,
তোমার অন্তহীন মনোদ্বন্দ্ব,
আমি অসম্ভব অভিলাষী।
তুমি তোমাতে ভীষণ ব্যস্ত
আমি অপেক্ষার চেনা ঢেউ
তুমি কখনো ভীষণ কাছের
আবার হঠাৎই দূরের কেউ!
আমি অভিমানী, মনকেমন
আমার অনুযোগে অনুরাগ
তুমি চলনে বলনে কী দৃপ্ত!
আমার হৃদয়ে গোপন সংরাগ।।