তুমি কি জানো হৃৎপিন্ডের কাজ কি?
আচ্ছা, আমিই তোমাকে বলছি হৃৎপিন্ড কি কি কাজ করে।
তুমিই বলতে চাও?
আচ্ছা তবে বলো দেখি এর কাজ কি?
এর কাজ সারা শরীরে রক্ত কে সঞ্চালন করা আর অক্মিজেন সরবরাহ করা।
আর কি কাজ করে বলো।
আর কি কাজ করে আমি জানি না।
আচ্ছা ধরো আমি তোমার কাছ থেকে অনেক দুরে আছি।তোমার কি মনে হবে তখন?
মনে হবে কবে দেখা হবে তোমার সাথে।
একটু ফোন করি,
কি করছো কেমন আছো তুমি?
খেয়েছ? অসুস্থ হয়ে পরছো না তো ? ধুর আর কতদিন লাগবে তোমার বাড়ি ফিরতে ?
কে বলছে তোমাকে এই গুলো ? কে ভাবায় এত ভাবনা ?
কার জন্য অনুভুতির ছটপটানি ?
সবই ঐ হৃৎপিন্ড।
প্রেম কি ?স্বপ্ন কি? আশা কি ? কি মনের ইচ্ছে, মন থাকেই বা কোথায় ? সব প্রশ্নের উওর দিতে পারে হৃৎপিন্ড।
চোখের পলকে তোমাকে চাওয়া,
সুখের মোহনায় তোমাকে পাওয়া,
শিশিরে শিশিরে সিক্ত হাওয়া
জীবন খুশিতে বদলে যাওয়া….
সবই আসে হৃদয় থেকে।
তোমার সব দুঃখ গুলো উড়িয়ে দিও আমার দিকে আমি খুশিতে তা গ্রহণ করবো।
আমার সুখ গুলো তোমার ভালোবাসার ঝুড়িতে ভরে দেবো।
তোমার যখন কান্না পাবে আমায় বলো অশ্রু হয়ে ঝড়বো আমি।
নবরাগের অরুণ কে পাঠিয়ে দেবো সে আমার কাছে বড্ড দামি।
আমার হৃদয় তোমায় খোঁজে যখন তখন
সীমন্তিনীর সিঁথির পরে হোক না জখম,
তুমি আমায় ছেড়ে চলে যেতেই পারো।
তবুও আমি চাইব তুমি আমার হৃদয়ে একটু হারো।
হৃদয় সুত্রে বাঁধা থাকুক দুটি মন
এই জীবনে তুমি ই আমার আপন জন।।