গরমে আমরা সবাই যখন অতিষ্ঠ
তখন কত মানুষ গরমে করছে কত কষ্ট।
আমরা থাকি পাখা এসি কুলারের সাথে
তারা থাকে রোদে পোড়া ভিজে শরীরের সাথে।
কুলি, মজুর, ট্রাফিক পুলিশ, হোম-ডেলিভারি বয়
মাথার ঘাম পায়ে ফেলে সুস্থ পরিষেবা দেয়।
গরমে যখন আমরা করছি হাঁসফাঁস
এই মানুষগুলো তখন ফেলতে পারেনা স্বাভাবিক নিঃশ্বাস।
টাকার গরম, রূপের গরম কথার গরম কত,
ওপরওয়ালা দেখিয়ে দিলেন তার কাছে সব গরমই ছোট।
প্রকৃতিকে রুষ্ট করলে পার পাবে না তুমি
মরুভূমিতে পরিণত হবে আমাদের সবার জন্মভূমি।
বাঁচতে যদি চাও গাছ লাগিয়ে যাও
সবাই মিলে হাত লাগিয়ে গাছ লাগিয়ে যাই
পরবর্তী উত্তরসূরীদের সুস্থ পৃথিবী উপহার দিতে চাই।।