এসো পথিক এই মৃত্যু উপত্যকায় একসাথে হেঁটে চলি
চোখ বন্ধ করে এগিয়ে যাই দিগন্তের বুকে পা রেখে।
দেখোনা ওদের, শুনোনা ওই বুক ফাটা চিৎকার
পরে থাক মৃতদেহের স্তূপ, ছুঁয়োনা ওদের
ওই প্রলয় নিয়ে ধেয়ে আসছে ঝড়,
ভেসে যেতে দাও ওদের ।
এসো অকেজো হাত দুটো টেনে ধ্যানে বসে পড়ি
কোনো নির্জনে !
শুষ্ক ঠোঁটের তৃষ্ণায় বর্ণমালার সব শব্দ হারিয়ে গেলে আমরা চোখ খুলবো পথিক …
মোক্ষের খোঁজে।
কোনো শব নেই, শকুনের কান্না নেই, পোড়া চামড়ার গন্ধ নেই …
যা আছে দেখোনা ওদের পরে থাক
ওই যে কত লোভাতুর চোখ এখনো জেগে আছে নতুন সাম্রাজ্য গড়বে ওরা … আরও এক ধ্বংসের।
কোনো শেষ নেই পথ ভেঙে গেছে নতুন পথে …
এসো পথিক এই মৃত্যু উপত্যকায় একসাথে হেঁটে চলি ।।