তৃষ্ণার্ত ভূমি আজ তোমায় চায়,
মেঘের উপর মেঘ জমেছে শূন্য গগনে,
বিষাদের কালো ছায়ায় নেমেছে নিকষ আঁধার ….
তপ্ত আষাঢ়ের বেলাভূমি যেন শুষ্ক মরুভূমি …..
তুমি ঝরবে বলে পথ চেয়ে জীব জগৎ….
বিহঙ্গ, তার সুর হারিয়েছে অসহ্য দাবদাহে….
কান পেতে শোনো রুদালি ‘র বুকফাটা কান্না…
জানি তুমি শুনতে পাও ,
এও জানি তোমার অন্তরের পরতে পরতে অভিমানের অশ্রু জমেছে…
দিবাকাশের প্রস্তর বুকে রাত্রি নেমেছে গভীর শোকে….
তোমায় পেতে আমি চাতক হতে পারি …
তবু তুমি এসো , হে সুন্দরী বৃষ্টি…
এসো তুমি বর্ষা …
তোমার শীতল বারি ধারা ঝরে পড়ুক তৃষিত হৃদয়ের আনাচে – কানাচে…
তৃপ্ত হোক ভুবন তোমার আগমনে….
বরণ-ডালা সেজেছে ভুবন
ঘাসের মৃত – শয্যায়…
জ্বলছে দাবানলের প্রদীপমালা …
ঐ দেখ চেয়ে,
ঊর্ধ্বমুখী লেলিহান শিখা শঙ্খ-নাদ বাজায়…
এসো বর্ষা , এসো ভুবন – দ্বারে…
তোমার অবিরাম ধারায় শ্রান্ত – মুমুর্ষ ফিরে পাক প্রাণ …
তৃপ্ত হোক সবুজ – অবলার দল …
শান্তি নেমে আসুক পৃথ্বীময় তোমার অসীম উদারতায়…!!