তোমার দেখানো পথ ধরেই চলেছি আজও
নিজেকে শুধরে নিই প্রতিদিন
অযাচিত যে ভুল পরতে পরতে পাহাড় গড়ে,…
তাকে ভেঙে চুরমার করি সময়ে – অসময়ে
বাঁধ ভাঙ্গা নদী বয়ে চলুক দুর্বার স্রোতে…
স্বচ্ছ পবিত্র বারিতে ধুয়ে যাক পারাবার..
যে মিথ্যের সাম্রাজ্য গড়ে ওঠে মরীচিকার দেশে, তার বিনাশ তো হবেই একদিন
স্বপ্নভঙ্গের শোকে এখনও মূর্ছা যায় ওরা…
আমি আজও চেয়ে থাকি আশা ভরা স্বপ্ন নিয়ে দিগন্তের ওপারে..
ওই বুঝি মেঘ ভেঙে বৃষ্টি এল অঝোর ঝরে …
চাওয়ার নেই কিছুই ..
তবু যদি দিতেই চাও
দিও আমায় মেঘলা আকাশের বুক চিরে, একমুঠো সোনালী রোদ !!