পাওয়ারা সব পথ হারা।
লেখার কোন ভাষা নেই
শান্তি আছে পুঁথির পাতায়।
বাস্তবে তার দেখা নেই।
জীবন যেমন, তেমন নেই
অন্ধকারে লুকিয়ে থাকি
আলোর কোন দেখা নেই।
হারানোর মাঝে স্বপন গেঁথেছি
মাদকতা নিয়ে মাতাল সেজেছি।
নিজেকে বিকিয়ে তোমাকে চেয়েছি।
তোমারই মাঝে আমাকে খুঁজেছি।
বসন্ত নামের কি রূপ দেখেছো
এই ধূসর পৃথিবীর মাঝে।
দুচোখের কি কোন দাম আছে
না দেখে তোমায় —!
পাঁজরের নীচে যে গোলাপ আছে
দেখেছো কি ঝরে যেতে!
শুনেছো কি তার আর্তনাদ!!
দেখেছো শুধু চোখ ভরা জল
গাল বেয়ে গেছে ঝরে,
বোঝনি কখনো কতো ব্যাথা আছে তাতে।
দুঃখের হাত ধরে কষ্টের বাষ্প হয়ে বেঁধেছে জমাট
তোমরা দেখেছো শুধু অমানুষ চোখ ভেজা জল।
হারালো না হয় অনুভূতিহীন খেলার ছলের
শোকেসে সাজানো কিছু মান অভিমান।
যেটুকু এলো ব্যর্থ জীবন ধুলোয় লুটিয়ে
সেই তো অনেক —সেই তো সম্মান ।।