দোহাই কবি
কোনদিন জিজ্ঞেস কর না কেন আমি এমন হলাম
কতটা মুগ্ধ মৌনতায় আমি ছিমছাম সন্ন্যাসী আজ!
কতটা প্রশান্তির অনুকূলে প্রবাহিত আমার জীবন!
তোমার কি জানা আছে কবি ?
কতোটা ক্ষত আর ক্ষতি নিয়ে সুখের পরিচর্যা করা যায়?
সোনালী অনলে বলো কতটা বিষে নীল হওয়া যায় ?
কী আশায় কীসের মোহে মন চায় এমন ধূসর জীবন।
হে কবি ….
প্রতীক্ষায় থেকোনা আর _প্লাবনে প্লাবিত দিনমান—
উপেক্ষাগুলো ডাস্টবিনে ফেলে নির্দ্বিধায় এগিয়ে চলো বিনীত প্রবাহে ~~~
মনে রেখো প্রত্যেকটি বুকের গৃহস্থালির সঙ্গোপনে
মুগ্ধ মরণ অপেক্ষমান —
সময়ের নিবিড় বন্ধনে একদিন ফুরাবে ঐ সৌন্দর্যময় আর এই ধূসর জীবন ।।