ঝরো ঝরো অগ্নিধারা বরিষে
রচিছে অগ্নিবলয়
সূর্যের রক্তচক্ষু ক্রোধে ফুটিছে
বহিছে উষ্ণমলয়।
হাঁসফাঁস শিশু বুড়ো গরমে মরিছে
যেন মহাকাল প্রলয়
মাঠ ঘাট নদী নালা খটখটে রহিছে
পাখিরা এখন কুলোয়।
রবিবাবু কন অগ্নিস্নানে শুচি
এতে মরণের চুলোয়
কত যে কবি দাবদাহ রচি
তাতে কি মন ভুলায়?
ঘাম পড়ে টপটপ যেন বৃষ্টি ফোঁটা
অবিরামে পড়িছে ধূলোয়
যন্ত্রণায় খসিছে কুসুম চ্যুত বোঁটা
শুকনো গাছ চামর দুলোয়।
ওলো সই আর তো পারি না সহিতে
আজি দহণ বেলায়
কিভাবে আর ঘরে পারি রহিতে
তপনের অগ্নি মেলায় ।।