কত মেঘের মন ভেঙে
হয়েছি তোমার বৃষ্টি,
ভাবনা গুলো আকাশ ছড়ায় হায়রে অনাসৃষ্টি।
তোমার সাধের প্রেমের বলি এটা কি শুধু সান্ত্বনা,
ভালো লাগার বৃষ্টি ঝড়ুক
মনে লাগার আল্পনা।
ঝিরিঝিরি সেই নিঁখুত প্রেমের কল্পনা তেই পরশ পাই,
নিজের প্রেমের কাব্য লিখি নিঃশব্দে একটু তাই।
স্বপ্নে তার আবেশ টুকু
সুরের নেশায় হোক পাগল,
হাওয়ায় যখন উড়বে আঁচল
বাঁচে যেন প্রেমের আগল।
হারিয়ে যাওয়া সময় টাকে আঁকড়ে ধরেই মুখবুজে,
তুষের আগুন মনের ভিতর গভীর প্রাণের আবেগ খোঁজে।
কপাট বিহীন মনের ঘরে
না পাওয়ার এই অনুনয়
মনের কোণের ফাগুন মাসে
তাই তো হয়েছি তন্ময়।
সম্বৎসর স্বপ্ন নিয়ে সাজাই আমার বাসর ঘর।
তুমি আমার মনের ঘরের একান্ত আপন নওতো পর।