কোনো এক তপ্ত দুপুর
মনে করিয়ে দেয়
সেই ছোট্ট বেলার দিনগুলি
শুধুই মজা, শুধুই খুনসুটি
মধুময় সেই সব দিন
সারাটা দুপুর চোখে নেই ঘুম
খেলার তাগিদ মনকে দেয় নাড়া
কখন হবে বেলা
ছুটব মোরা মাঠে
খেলার সাথীরা ডাক দিয়ে যায়
কিরে চলে আয়
মন করে আনচান
কিন্তু মায়ের শাসন
হয়নি এখনো সময়
চুপ করে থাক ঘরে
মন কি মানে সে আর
সে যে হয় বড়োই চঞ্চল
তবু উপায় খুঁজে মরি
যদি ফাঁকি দিয়ে যায় যাওয়া
মা’র একটু নিদ্রা গেলেই
হব আমি পগার পাড়
আমার সেই ছোট্ট বেলা
যদি ফিরে পেতাম একবার
আর হতাম নাক বড়ো
ছোট্ট হয়েই থাকতাম !!