চিত্রাঙ্গদা তুমি অস্ত্রবিদ্যা, ধনুরবিদ্যায় পারদর্শী,
তুলে নাও তরবারি, শাস্তি দাও অত্যচারীদের।
যারা আজ তোমাকে চরম অবহেলা করেছে,
করছে নারীত্বের, মাতৃত্বের চরম অপমান,
নিজ হাতে রাজদন্ড তুলে নিয়ে দাও উচিৎ শিক্ষা ।
মানুষের চামড়া, মানুষের শরীর ধারণ করা এরা কারা?
মনুষ্যত্ব বলে কিছুই নেই, মানুষ হয়েও পশুর অধম।
চারিদিকে জ্বলে ওঠা আগুনে ঝাঁপিয়ে পড়ুক মনুষ্যত্ব বিহীন মানুষের,
সীতার অগ্নিপরীক্ষা নয় চাই অত্যাচারীদের অগ্নিপরীক্ষা।
অগ্নিকুন্ডে আগুনে জ্বলে ছাই হয়ে যাক অমানুষের দল,
নবজন্ম হোক লালসাবিহীন, বিকৃত মানবকুলের।
যতই আমরা বড়াই করি আমরা মানুষ, উন্নত জীব,
তবুও মানুষ হয়ে মানবিক আচরণ লঙ্ঘন করি।
হিংসার লেলিহান শিখায় অস্তমিত মানব সভ্যতা,
কামনা, লালাসার একমাত্র শিকার সেই চিত্রাঙ্গদা।
আর নয় অপেক্ষা, অস্ত্র তুলে নাও একাই চিত্রাঙ্গদা মণিপুর দুহিতা।