শহর থেকে অনেক দূরে
ছোট্টো গ্রামগুলি
ভিন্ন আকারে বর্ষা-বরণে
মাতিয়া উঠিছে ধুলি।
দিনের বেলা রোদের আলো
হালকা মেঘের পরে
গাছের ওপর ঘন ছাওয়ায়
রোদ-বৃষ্টি খেলে
মনে ভাবি কতই না সুখ
আছে তাদের ঘরে।
বর্ষা রাণীর মেঘলা ছাওয়ায়
ধান রুহিবার ত্বরে
বীজ টানতে চলল সবাই
ক্ষেত জমির ধারে।
গ্রামের বধূ কলসি কাঁকে
জল আনতে যায়
বাঁকাপথের নদীর জলে
কতইনা শোভা হায়
সন্ধ্যে হলে সেই গ্রামেতে
সাঁঝের প্রদীপ জ্বলে
কোথাও দূরে বাঁশির সুর
যেন উঠে দুলে
রাত্রিবেলা পেঁচার ডাকে
নিঃশব্দ হয়ে পড়ে
সকাল হলে আবার সবাই
সে যার কাজে চলে।।