আমি : কেমন করিয়া জানাব তোমায়
হৃদয় আমার পুড়িলো.. আজিকে
হৃদয় আমার পুড়িলো ।
আমি : কেমন করিয়া জানাব তোমায় –
হৃদয় সাগরে ডুবিল …আজিকে
হৃদয় সাগরে ডুবিল।
আমি : দেখেছি তোমারে দেখেছি ,
দেখেছি সেই হৃদয় আধারে ,
তব কাঙ্খিত হৃদয় মাঝারে ।
আমি : দেখেছি তব নয়নে বাসনা ,
সে হৃদয় লাগি কত না যাতনা ,
নয়নে তব উছলি উঠিছে ,
সে হৃদয় লাগি কত কামনা।
আমি : কেমনে সহিব বল এ যাতনা ,
তাই দূরে দূরে থাকি লয়ে এ বেদনা ।
আমি : সঁপেছি আজিকে তোমারে –
সঁপেছি তব কাঙ্খিত নয়ন
মাঝারে..মম হৃদয় রাজারে।
আমি : সঁপেছি মম হৃদয় রাজারে
ফিরে ডাকিব না সখা তোমারে ,
ফিরে ডাকিব না সখা তোমারে।
আমি : সঁপেছি আজিকে সঁপেছি আমার
চিরজনমের রাজারে।
আমি : কেমন করিয়া জানাব তোমায়
হৃদয় আমার ভরিল আমার
তব স্মৃতি সিঞ্চনে ভরিল।
আমি : কেমন করিয়া জানাব তোমায় …
হৃদয় আমার নয় টলমল ,
দু আঁখি আজ নয় ছলছল।
আজি : জানি না কি হলো ,জানি না…
শুধু এই জানি,নয়নে কে যেন
বৃষ্টি ঝরালো– সুখ বৃষ্টি ঝরালো ।।