যে মাথাকে খাটাচ্ছো
এত কল কব্জায়,
তাকে তুমি লাগাও না
সুকাজের মজ্জায় ৷
জ্বলছে আগুন যখন
ধিকিধিকি ধুকধুক,
মূল্যবৃদ্ধি আর
বেকারের ঘুমছুট৷
হায় রে ! আজব দেশ
এ মাটিতে সব শেষ,
টাকা – টিকা জাল হয়
ভোজ্যে ভেজাল রয় ৷
সিনেমা ও তরজা
হাত শুধু কচলা,
চলছে হরির লুঠ
নাকি এ গোল্লাছুট ?
শিশু থেকে নারী আজ
দেখছে শিকারী বাজ,
নিরন্ন ফুটপাত
কাটছে নিশুতি রাত ৷
গরীবের ভাত মেরে
পুকুর চুরি করে,
মগজ ধোলাই চলে
শব্দের হালফিলে ৷
চলছে দাবা-পাশা
চোখে তো রঙীন নেশা,
ফোকটে ছক্কা হাঁকা
দূরে চাঁদ মসীমাখা৷
আজবে আজব সব
স্তব্ধ জনরব,
কি করবে ! সবই ফাঁকা ?
শুধুই যে বেঁচে থাকা ৷৷