হে দৃপ্তময় নবজাগরণের বিবেকানন্দ
আপনার জ্ঞানের আলোতে হই সদানন্দ।
গৈরিক বেশধারী আপনিই বীর সন্ন্যাসী
আপনার জ্ঞানের আলোয় দীপ্ত বিশ্ববাসী।
অস্পৃশ্যতাকে দূরে ঠেলে বাড়িয়ে সমাজের মান
ইতিহাস মনে রাখবে আপনারই অবদান।
দৃঢ় চিন্তা ও বিশাল মনন উচ্চ আপনার শির
সাবলীল দূরদৃষ্টি, হে স্বামীজী আপনি কর্মবীর।
ধর্মের জটিলতাকে যুক্তি দিয়ে করে বৈজ্ঞানিক ব্যাখ্যা
কর্ম ও সাধনার তরে পেলেন বিবেকানন্দের আখ্যা।
কণ্ঠতেজে অমৃতবাণীতে গোটা পৃথিবীকে বানিয়ে শ্রোতা
বলেছিলেন মুচি, মেথর, চণ্ডাল সকলে আপন ভ্রাতা।
হে বীর সন্ন্যাসী,
নব্য ভারতে কর্মযোগে এ যুব সমাজ পেয়েছে শিক্ষা
আপনার আদর্শে উদ্বুদ্ধ হয়ে নিলো সনাতনী দীক্ষা।।