হায়রে হায় লন্ঠন একি তোর অবস্থা।
তোকে ফিরে পাওয়ার কি নেই কোন ব্যবস্থা ?
তোর মিষ্টি আলোই করেছি পড়াশোনা।
এখন তোকে নিয়ে কেউ করে না আলোচনা।
তুই তো রে বিলুপ্ত অনেকে আবার চেনেও না।
বিকেল হলেই তোকে করতো সবাই পরিষ্কার।
এখন নর্দমায় ফেলে করছে তোকে বহিষ্কার।
আগে তুই না হলে থাকতো সবাই অন্ধকারে।
এখন তুই না হলেও দেখি আলোকময় বিশ্বটারে।
কেরোসিন দিলে তোর জ্বলতো আলোর শিখা।
কেরোসিনই এখন হিরে সমান তাই তো
তোকে আরো যায় না দেখা।
হায়রে হায় লন্ঠন তুই গেলি কোথায় হারিয়ে।
তোর কথা মনে হলে আমার কান্না পায় রে।