ভালোবাসার চার জনেতে
দেয় শেষ বেলাতে কাঁধ,
সাদা কাপড় সাড়ে তিন হাত
সেটাই আসল মৃত্যু চাঁদ ।
বস্ত্র ছাড়া জন্ম নিলে
যাবেও বস্ত্র ছাড়া,
সব কিছুতেই আমি আমার
হবে সে সব হারা।
পার্লারেতে ছড়াও টাকা
রঙ মাখো যে মুখে-
সোনায় মোড়া শরীরটা যে
পোড়ে মহাসুখে।
অহংকার আর অলংকারের
কিই বা প্রয়োজন!
মৃত্যু যেদিন আসবে সেদিন
কাটবে টিকিট বৃন্দাবন।
ভালোবাসা ভালো বাসায়
ফিরবে না আর কভু,
সবার মাঝে সময় করে
ডাকো মনের প্রভু।
তিনিই শ্রেষ্ঠ তিনিই স্রষ্টা
নয়ন জলে সাধা,
তাঁকে ছাড়া জীবন অসার
তিনিই কৃষ্ণ রাধা।
রইবে পরে শেষ সময়ে
কাঁদবে চাঁদের হাট,
শেষ জীবনের ঘর টা যেন
হবে শ্মশান ঘাট।।