নিঝুম রাতের চোরা বালি
ওড়ে ঠুনকো ঝড়ে,
পিপল গাছের পেত্নী কালি
হোঁচট খেয়ে পড়ে।
আয়না দেখে মুটকি ভূতী
মুচকি মুচকি হাসে,
তাইনা দেখে নাচিয়ে খুটি
ব্রহ্মদত্যি ফাঁসে।
পাড়ার খুড়ো কিপটে বুড়ো
সদাই ফন্দি আঁটে,
আয়েশ করে মাছের মুড়ো
খেলো পুকুর ঘাটে।
মেছো খুড়োর বসত বাড়ি
পুকুর ধারের ঝোপে
সন্ধ্যা হলেই মুড়িয়ে দাড়ি
মাছ মারে এককোপে।
মামদো ভূতোর কবর স্থানে
পার্মানেন্টলি বাস,
লেজ বিহীন কুলোর কানে
ভয় দেখো চাষ।
গেছো ভুতো কান মুলিয়ে
শাঁকচুন্নির পাশে,
গাছের ডালে পা ঝুলিয়ে
দাঁত খিঁচিয়ে হাসে।
তেনাদেরও আছে, কূটকাচালী
শোনোগো বোন ভাই
রঙ্গ রসিক ভূত পাচালী
ভয়ের কিছুই নাই ।।