যদি একদিন ঘুমিয়ে পরি-
তোর বুকে মাথা পেতে…
লজ্জার গণ্ডিটা সরিয়ে রেখে
পারবি কি চুমু দিতে?
নিরাশার সাগরে তুই
আশার আশা…
ঠোঁটে নেই তখন
কোনো ভাষা…
গোল্লায় যাক
নির্লজ্জ সমাজ…
বাসা মোর পরম খাসা…
নয় দেবী মানবী
তুই অশরীরি …
ছায়াহীন কায়া তুই
আহাঃ মরি মরি…
ডায়েরী তে লেখা নেই
তুই স্বপনে…
হয় কথা তোর সাথে
অবচেতনে…
নেই কাছে তবু-
তুই আছিস কোথাও
স্বপ্নে শয়তান-
বলে ‘চোপরাও’
আমি চুপ করে থাকি
তোর মুখ চেয়ে…
মিটিমিটি হাসিস
দূরে তাকিয়ে…
আমি আছি
তুই নেই…
রহস্য একি-
চেতনের ভিড়ে তুই
দিস যে ফাঁকি…
খুঁজে ফিরি
তবু তোকে
সারা রাতভোর..
নারী তুই নারী নয়-
তুই ঘুম চোর…
পারি না রাখতে ধরে
কোনো জালে তে
ইচ্ছে টা করে শুধু
ভালোবাসতে…
যা কিছু দেখি আমি
নীল ঘুমেতে-
সাধ রাখি তোকে আরো
ভালোবাসতে…