তপ্ত দিনের গরম বাতাস
জ্বলছে হৃদয় পুড়ছে সুখ,
লাগছে গায়ে উষ্ণ ছোঁয়া
পেটের টানে অন্ন ভূখ।
রঙ্গমঞ্চে ভীড় জমে,
কে দেবে পাতে গরম ভাত,
বক্তৃতার রস মালাই…
করছে সাফ চেটে পাত।
তুমি আমি ফেলছি যাকিছু
ডাস্টবিন থেকে কুড়িয়ে খায়,
গরিবের পেট তাতেই ভরে…
দিনরাত্রি কেটেই যায়।
ঠান্ডা গরম কেমন স্বাদ ?
গরীবের নেই দিন রাত্রি,
সব ঋতুতেই তৈরী থাকে …
জীবন রথে খুশির যাত্রী।
এভাবেই চলে কত মানুষের
দিনগত সেই পাপক্ষয়,
পথকেই তারা ঘর ভেবেছে…
করেছে জীবনের যুদ্ধ জয় ।।