একুশ আসে বছর বছর
একুশ এল বছর পরে
একুশ মানেই তরুণের রক্তদাগে
মন জ্বলে পুড়ে মরে।
একুশ মানে বুকের রক্তে
জীবন দেবার ঋণ
একুশ মানে মাতৃভাষা রক্ষার
শপথ নেবার দিন।
রক্তে কেনা হৃদয়বীনা
জীবন ভরে ডাকে
এই ভাষাতেই মনে
পড়বে আমার ‘মা’কে।
মাগো, তোমার ভাষাতেই লেখাপড়া
ছন্দালংকারে ভরে
মাগো তোমার ভাষাতেই প্রথম
সবাই ‘মা’ বলে ডাকে।
বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার প্রাণ
বাংলা আমার জন্মভূমি
বাংলা আমার স্থান।
বাংলা আমার রোমান্টিকতা
বাংলা আমার শুভাঙ্গন
বাংলা আমার সংসার
বাংলা আমারই হৃদস্পন্দন।
বাংলা আমার তৃষ্ণা
বাংলা আমার খিদে
বাংলা আমার প্রেম নিবেদনের ভাষা
বাংলা হোক সবার প্রিয়ভাষা।।