আর নয়, অনেক হয়েছে তোর ভালোবাসার কপচানো
শুধুই ভাষণ, আর মনভোলানো মিথ্যে বুলি আওড়ানো
তবে হিসেবটা করে রাখিস কি কি হারালি এই জীবনে
কখনো একা ঘরে, নিঃঝুম অন্ধকারে, শুধুই একমনে
ভেবে দেখিস, অন্তরকে প্রশ্ন করিস কি চেয়েছিল সে?
শুধু নিখাদ একটু ভালোবাসা? কি পেলো ভালোবেসে?
চরম অপমান,অসন্মান, অবহেলা, হতাশা আর নিরাশা?
বেশ হলো জানিসতো, আজ সে হারিয়েছে মনের ভাষা
কেন এমন হলো বলতো? সেতো তোরই হতে চেয়েছিল,
বাকী জীবনটা তো সে হেসেখেলেই কাটাতে চেয়েছিল
তোর সাথে, তোর বুকে মাথা রেখে, নিবীড়তম আলিঙ্গনে
একটু ভালোবাসার অভিনয় কি করা যেতনা তার সঙ্গে
অবুঝ মন আজও বোঝেনা, ভাবে এটা বুঝি দুঃস্বপ্ন তার
সব আঁধার কেটে গিয়ে, হয়তো আসবে আলোর বাহার
এই বন্দিদশায় সবার মাঝে সে আজ একাকী অসহায়
জানিনা আর কোনোদিন ফেরা হবে কিনা তোর দরজায়
এই মহামারীর শেষে কি সে বেঁচে থাকবে তোর প্রতীক্ষায়
যদি কোনোদিন মনে পরে তোর তার কথা, সেই আশায় ?
যদি বলিস ফিরে আয়, আর কি ফিরে পাবি কোনোদিন ?
হয়তো সে তখন গভীর ঘুমের দেশে হয়ে গেছে বিলীন …
এ জনমে হয়তো আর হলোনা তোর বুকে মাথা রেখে ঘুম
কাঁদিসনারে, তোর হাসিতে মৃত্যুযন্ত্রণা সে করবে উপশম
নতুন সকাল, নতুন সূর্য, বিশুদ্ধ সাতরঙে রাঙা পৃথিবীতে
তোরা শুধু খুব ভালো থাকিস, নিজের প্রিয়জনের সাথে…।।