ভালোবাসার প্রদীপখানি
জ্বলুক তোমার তুলসী তলায়
চুড়ির মাতন, হাওয়ার কাঁপন
দেখো যেন দীপ না নেভায়।
ভেদ করে ওই দীপ শিখাটি
জ্বলুক তোমার হৃদয় পুরে।
আলতা পায়ে নূপুর ধ্বনি
বাজুক তোমার শূন্য ঘরে।
লালপেড়ে ওই ঘোমটাখানি
দেখে তোমার অশ্রু ঝরে ?
আমি বলি কান্ড এ কী !
আছি যে গো অনেক-দূরে!
আছি আমি অসীম শূন্যে
বালুকা বেলায় মাঝ গগনে,
ছলকে গিয়ে চলকে প’ড়ে
আসবো তোমার এই ভুবনে…