ভালোবাসা মানে অনুভূতি শুধু যায় নাকো দেখা চোখে।
ভালোবাসা শুধু নিঃশ্বাসে ঢুকে স্থান পায় তার বুকে।
ভালোবাসা শুধু আবেগ ছাপানো দু’চোখে জল আনে।
কখনো আবার বিহ্বল হয়ে অট্টহাসিও আনে।
ভালোবাসা শুধু শান্তি আনেনা রোগ থেকে মুক্তি।
ডাক্তারি বই অনেক ঘেটে এটাই যুক্তি।
ভালোবাসা মানে তুমি কি জেনেছো ছেলে আর একটা মেয়ে।
ভালোবাসা তার অনেক পরিধি সাত সমুদ্র বেয়ে।
ভালোবাসা মানে উদাস মনেতে তোমাকেই শুধু খোঁজা।
ভালোবাসা মানে মানা না মানার মাঝে অনেক কিছু বোঝা।
অনেকের মাঝে কাউকেই যদি বেশি করে মন টানে।
জানবে সেখানে ভালবাসাটাই জমেছে তোমার প্রাণে।
মনের রোগে ভুগছে যারা আপন মনে ভবে।
ভালোবেসে দেখো ভালোবাসা টাই তোমার ওষুধ হবে।
ভালোবাসা তার মূল্য কত কি করে বুঝবে তুমি।
কতটা চোখের জলেতে ভিজিয়েছ তুমি ভূমি।
কতগুলো কাটা বিদ্ধ করেছে ভালবাসতে গিয়ে।
কতটা হারিয়ে কতটা পেয়েছ নিয়েছো নিজেকে সয়ে।
ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়।
বিশ্বাস আর ভালোবাসায় জিতে সবকিছু পাওয়া যায় ।।