তুমি যেমন আমার কাছে দামী
আমিও কি তোমার কাছে তাই!
ভালোবাসা এক অনন্য অনুভূতি
অর্থের মাপকাঠিতে কি আর মনের ওজন হয় ?
বোহেমিয়ান জীবন ছিল আমার,
জীবন এক দীর্ঘ যাত্রাপথ।
তোমার সাথে দেখা গলিপথে ,
পথিক কি আর রাস্তা চেনে সব?
বাঁকা চোখের গভীরে সমুদ্র উত্তাল ,
বালিয়াড়ি জুড়ে রয়েছে ঝিনুকের দল।
প্রেমিক বোঝে গভীর ভালোবাসা,
ভাষায় কি আর প্রকাশ হয় সব?
তুমি আমি একটু কাছাকাছি,
সময় যেন দ্রুত গতিতে বয়।
ভালোবাসা কখন ধরা দিল না জানি,
প্রেমিক মনে হয়তো আশাটাই সব!
ভালোবাসা উজাড় করে দিলে,
কৃপণতা একটুও নেই কোথাও।
লজ্জা ঢেকে আবদ্ধ আলিঙ্গনে,
একাত্মা , ভালোবাসা এক অনন্য অনুভব।
একটু সময় রেখো আমার জন্য,
তোমার দৈনন্দিন শত ব্যস্ততার ফাঁকে।
সময় অমূল্য, প্রহর বা নিঃশ্বাসে অনুভব,
স্মরণে স্মৃতিরা ই কি কেবল আঁকিবুকি কাটে?
ভালোবাসা কোনো ফাঁস নয়, জেনো
বিশ্বাস ,ভরসায় সম্পর্কের বাঁধ, ভিত গড়ে।
সম্পর্কের গভীরতায় ডুব দিয়ে দেখো,
ভালোবাসার অনুভূতি কি সুখানুভূতির স্পর্শে?
ভালোবাসা কেবল ভালোবাসাই বোঝে,
শরীর কি খোরাক মেটায় তৃষ্ণার্ত মনের?
ব্যস্ততার অজুহাতে ছাড়াতে চাইলে পিছু?
সম্পর্কের এপিটাফে স্মৃতিচারণা, মনে রেখ শুধু!