একলা বসে পুকুর পাড়ে বটের ছায়াতলে
ভেসে আসে ঘুঘুর ডাক পানকৌড়ি জলে
শান্ত শীতল জলে দেখি রাজহংসীর খেলা
আকাশ কন্যা জলপরীরা ভাসায় মেঘের ভেলা।
হঠাৎ দেখি মন হারিয়েছে রূপকথারই দেশে
এলোমেলো কত ছবি ভিড় করে আসে।
কিশোরী বেলার লাজুক প্রেম মনে হাজার ধন্দ
ভিক্টোরিয়ার সবুজ মাঠ ভেজা শরীরের গন্ধ।
দু’জনাতে এক পেয়ালায় কফি চুমুক দেওয়া
চোখে চোখ হাতে হাত মন দেওয়া-নেওয়া
নন্দনে সিনেমা দেখা একটু কাঁধে মাথা
হাতের পরে হাতটি রেখে নক্সীকাঁথা গাঁথা।
হঠাৎ আবার গুনগুনিয়ে অলিরা গায় গান
গুরুগুরু ঘন মেঘ হৃদয় জুড়ে বান
এমনও বাদল দিনে উদাসী হাওয়ায়
ইচ্ছে করে রাঙাই আবার তার ভালবাসায়।
পারিনিরে ভুলতে তোকে আজও দেবাশিস
সত্যি কি তুইও আমায় ভুলতে পেরেছিস?
হাতছানি দেয় তোকে ফেলে আসা দিনগুলো
আমার মত হাসায় কাঁদায় সেই রূপকথাগুলো!
থাক না আজ চাওয়া-পাওয়ার সকল হিসেব-নিকেশ
রূপকথারা থাকুক বেঁচে জড়িয়ে রাখুক আবেশ
ব্যঙ্গমা আর ব্যঙ্গমীর সেই তেপান্তরের মাঠে
রাজপুত্র আর রাজকন্যা হয়েই না হয় শেষবেলা কাটে ।।