হে – ইডি, হাইডি, সি.বি.আই.– হাই
একে ডাকে ,তাকে ডাকে
কেউ কাঁপছে, কেউ বলে —– যাই !
আইনের ধার বুদ্ধি ক্ষুরধার
পয়সায় সাতখুন মাফ
তোমার আমার ছাপোষার ভাবনা —- বেকার।
এ কোর্ট সে কোর্ট, হাইকোর্টে হার
সুপ্রীম কোর্টে গেলে
দিনের পর দিন হয়ে যায় —– পার।
অধিকার অনধিকার ভাবে কে থোড়াই?
তুমি আমি জন সাধারণ
আইনে ভয়, মান সম্মানে মিছে —– ডরাই!
রাত ফুরালে হাতে, জুটবে কি পাতে
চিন্তা , বেঘোরে, গরীব মরে
গরীব মরুক, কার কি আসে যায় ——- তাতে,
শিক্ষা – শিক্ষক সব জাল জোচ্চুরি
পড়াও ইংলিশ মিডিয়ামে
থাকে যদি ট্যাঁকে তোমার অনেক — মালকড়ি।
পড়াশুনা লেখাপড়া আজ বেকার ভাই
অশিক্ষিত মাল কামাবে
আর চাকরীর জন্যে শিক্ষিতদের অনশনে বসা চা – ই – চাই ।।

