বয়স তো হলো
দরজাটা খোল
ঘরে থাক মন।
ভোরের আলোয়
কাটুক ভালোয়
স্বপ্নের চিন্তন ।
দেখাচ্ছে তো শুধু
আশা ভরা যাদু
মিথ্যার কল্পনা।
কুবেরের ভান্ড
ভাগে লন্ডভন্ড
মুখোশে সান্ত্বনা ?
এ’তো চারাপোনা
ভাসে কয়খানা
রাঘব অগুন্তি ।
উঠতি যৌবন
আছে প্রলোভন
বিপদে ভোগান্তি
ছেলেটা অবলা
জননী কৌশল্যা
সদা জেগে থেকো ।
এ সংক্রমণ
বিপদ বরণ
আঁচলেতে রেখো।
এতো বকাবকি
এতো লাঠালাঠি
লোভ সারকথা।
এতো প্রতিবাদ
বুকে পরমাদ
ব্যথা ও ব্যর্থতা ।